সিকো কর্পোরেট কাপ ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে প্রথম বারের মতো আয়োজিত সিকো কর্পোরেট কাপের ফুটবলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টাইব্রেকারে ৪৩ গোলে ম্যাপ সুজকে পরাজিত করে সিকো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২২ গোলে ড্র ছিলো। ফুটবলে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিকো গ্রুপের গোলকিপার সাইফ বিন মন্নান। তাকে পিএইচপি অটোমোবাইলের পক্ষ হতে বাইক প্রদান করা হয়। চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও নগদ একলক্ষ পঁচিশ হাজার টাকা লাভ করে। এর আগে ক্রিকেট ফাইনালে ম্যাফ সুজ ৪ উইকেটে সিকো গ্রুপকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ক্রিকেটে সেরা খেলোয়াড় হয়েছে বিএস গ্রুপের আজিমুল হক জিসান। সেরা ব্যাটসম্যান পিএইচপি গ্রুপের ওমর ফারুক এবং সেরা বোলার ম্যাপ সুজের আরাফাতুল আলম নির্বাচিত হন। ক্রিকেটে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ পঁচাত্তর হাজার টাকা প্রদান করা হয়। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইশমাম চৌধুরী, আরহাম চৌধুরী, জিদান মাবরুর, পিএইচপি শীপ ব্রেকিং এন্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রির এমডি জহিরুল ইসলাম চৌধুরী, পিএইচপি ফ্যামেলির পরিচালক ভিক্টর মহসিন, মাফ স্যুজ লিমিটেডের নির্বাহী পরিচালক শাহাদাৎ উল্লাহ, চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিক চৌধুরী, রাশেদ চৌধুরী, মঈনুল ইসলাম চৌধুরী, শহিদুল ইসলাম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি রাইজিং-পাইরেটসের
পরবর্তী নিবন্ধবন্দর স্পোটর্স কমপ্লেক্স লাল দল ফাইনালে