সিকো কর্পোরেট কাপের দ্বিতীয় আসর শুরু কাল

| সোমবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৮ পূর্বাহ্ণ

সিকো গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত কর্পোরেট কাপের দ্বিতীয় আসর শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। নগরী সিকো এরিনায় ১২ দিনব্যাপী এই কর্পোরেট টুর্নামেন্টে ফুটবল ক্রিকেট এর পাশাপাশি এবারে নতুন সংযোজন করা হয়েছে ব্যাডমিন্টন। এবারের আসরে ফুটবলে দশটি কর্পোরেট টিম অংশগ্রহণ করছে। আর ক্রিকেটে ছয়টি কর্পোরেট দল অংশগ্রহণ করছে। ফুটবলের খেলা সমুহ অনুষ্ঠিত হবে দুই গ্রুপে ভাগ হয়ে গ্রুপ লিগ ভিত্তিতে। আর ক্রিকেটের খেলা গুলো হবে সরাসরি লিগ ভিত্তিতে। ফুটবল ও ক্রিকেটে চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও প্রাইজমানি পাবে ১ লক্ষ ২৫ হাজার টাকা। রানার্সআপ দল ৭৫ হাজার টাকা পাবে। এছাড়াও ফুটবল ও ক্রিকেট ইভেন্টে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবে আকর্ষনীয় বাইক। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো বনফুল, পিএইচপি, চৌধুরী গ্রুপ, সিকো গ্রুপ, বিএস গ্রুপ, ব্যাংক এশিয়া, নিট মুন এপারলেস, মোদাসসের এন্ড কোং, টি লাইন শিপিং এবং চতুষ্কোণ। গতকাল দুপুরে সিকো এরিনায় সিকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ট্রফি ও জার্সি উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক ইশমাম চৌধুরী এবং পরিচালক আরহাম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধশহীদ শাহজাহান সংঘের লক্ষ্য ভাল ক্রিকেট খেলা
পরবর্তী নিবন্ধসৈয়দপুরে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন