খুলশী ইয়াকুব ফিউচার পার্কের সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রকল্পটির বিক্রয় মেলা উদ্বোধন করা হয়েছে। কোম্পানীর চেয়ারম্যান মো. মোরসেদুল হাসান প্রকল্পটির উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনণ) মো. মমিনুর রশিদ, সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনণ) নুরে আলম রায়হান এবং ভূমি মালিক আরশাদ রিজোয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অত্যন্ত দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী ও আধুনিক সকল সুযোগ সুবিধার সমন্বয়ে প্রকল্পটি আগামী ৩০ মাসের মধ্যে গ্রাহকদের মাঝে হস্তান্তরের লক্ষ্যে একদল দক্ষ প্রকৌশলীর তত্ত্বাবধানে খুলশী এলাকায় গড়ে উঠছে একটি আবাসিক এপার্টমেন্ট। ১০ তলা বিশিষ্ট এপার্টমেন্টটিতে রয়েছে মোট ২৭টি ফ্ল্যাট। ১৬২০, ১৬৪৬ ও ১৬৮৬ বর্গফুট বিশিষ্ট প্রত্যেকটি ফ্ল্যাটে ক্রস ভেন্টিলেশনের সুবিধাসহ রয়েছে ৩ বেড, ৩ বাথ, ৩ বারান্দা, আলাদা আলাদা ড্রয়িং– ডাইনিং, কিচেনসহ খোলামেলা লবি, ছাদে রয়েছে পার্টি হল, বাচ্চাদের খেলাধুলার জায়গা ও ব্যায়ামাগার। উন্নতমানের বিল্ডিং মেটেরিয়েলস, সুপ্রশস্ত লিফট, সর্বোচ্চ কোয়ালিটির জেনারেটর, সিসিটিভিসহ সর্বাধুনিক সকল সুযোগ সুবিধা। এছাড়া নগরীর সুগন্ধা আবাসিক এলাকা, মেহেদিবাগ, জাকির হোসেন রোড, পশ্চিম খুলশী, হালিশহর কে ব্লকে বিভিন্ন আয়তনের ফ্ল্যাটের কাজ নির্মানাধীণ রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।