সিকদার বাড়ি কিশোর ও তরুণ সংঘের রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

| বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:১৬ পূর্বাহ্ণ

সিকদার বাড়ি কিশোর ও তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় আকিবরিয়াদ চ্যাম্পিয়ন এবং শয়নআরমান রানার্স আপ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জাহিদুল করিম বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মামুন ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সমন্বয়ক আরমান হোসাইন, সংগঠক তারেক প্রমুখ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটন্ত ফুল প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলোয়াড় নিলাম অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেন্ট্রাল স্পোর্টস কার্নিভালের সমাপ্তি