সিকদার বাড়ি কিশোর ও তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় আকিব–রিয়াদ চ্যাম্পিয়ন এবং শয়ন–আরমান রানার্স আপ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জাহিদুল করিম বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মামুন ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সমন্বয়ক আরমান হোসাইন, সংগঠক তারেক প্রমুখ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।











