চট্টগ্রাম ক্লাবের ফ্যামেলি ডাইনিং হলে গত বুধবার ক্লাব অব কলেজিয়েটস ৮৬’এর আহ্বায়ক মনজুর মোর্শেদ ফিরোজের সভাপতিত্বে ঈদ পুর্নর্মিলনী ও ১৩১তম সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্ষায় নগরে জলজট নিরসনে কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধিতে ড্রেজিং সহ দ্রুত অন্যান্য পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের প্রতি দাবি জানান । চট্টগ্রামের কর্ণফুলী টানেল, মেরিন ড্রাইভ ও বে-টার্মিনাল এবং চট্টগ্রাম বিমান বন্দরের সাথে সংযুক্ত উড়াল সেতুর কাজের দ্রুত অগ্রগতির প্রশংসা করা হয় এবং এই উন্নয়ন কর্মকাণ্ড চলাকালীন সময়ে চট্টগ্রাম ইপিজেড এলাকা, বন্দর এলাকায় যানজট নিরসনে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা ও যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য রাস্তার খানাখন্দের সংস্কার করার জন্য চসিক মেয়রের প্রতি দাবি জানান। বর্তমান বিশ্বের অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থাকে উপজীব্য করে দেশের অসাধু ব্যবসায়ীদের ভোগ্যপণ্যের মজুত ও অসহনীয় মূল্যবৃদ্ধিতে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।
এতে সমাজ উন্নয়নে ভূমিকার জন্য সভার সভাপতি মনজুর মোর্শেদ ফিরোজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন সৈয়দ মুহম্মদ হাসান মাইজভান্ডারী, প্রকৌশলী আবু হেনা মুহম্মদ তারেক ইকবাল, ডা. মসিহউজ্জামান আলফা, ডা. আশরাফুল করিম, ডা. সাগর চৌধুরী, ডা. হাসান মুরাদ, ডা. গৌতম চৌধুরী, অধ্যাপক বিজয় ভৌমিক, হুমায়ুন কবীর ভূঁইয়া, সৈয়দ মুহম্মদ রিদুয়ান, আমজাদ হোসাইন, অ্যাডভোকেট সীমান্ত তালুকদার, প্রকৌশলী সিদ্ধার্থ শংকর সরকার, রফিউল হায়দার রফি, আশফাকুর রহমান বিপ্লব, মাহাবুবুর রহমান শিবলী, সোহেল জাহান, আলমগীর আলম, মুহম্মদ আজম, মুহাম্মদ বোরহানউদ্দিন, মুহম্মদ হেলাল উদ্দিন, সৈয়দ জাবিদ হোসাইন, আজমল আহমদ, শাহিদ নঈম, ডাঃ তারেক সুমন, আনোয়ারুল হাসান চৌধুরী, শাহ মুহম্মদ ইমরান, আনোয়ারুল আজিম মামুন, মঈনউদ্দিন মিলন, আবুল কালাম আজাদ কিরন, সাইফুল ইসলাম, শেখ মুহম্মদ খালেদ, মহসিন উল কাদের, সাইফুল ইসলাম লেলিন, জাহিদ হোসাইন, মাহফুজুল হক সেলিম,আনোয়ারুল করিম টিটু, শেখ ফজলে আজিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।