সিওসি ৮৬ এর মাসিক সভা

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ

ক্লাব অব চট্টগ্রাম কলেজিয়েট ৮৬ ব্যাচের ১৭৪ তম বন্ধু সভা ২৭ সেপ্টেম্বর প্রেসক্লাব বিল্ডিং এর ক্লাব কলেজিয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সিওসি’৮৬ এর আহবায়ক মনজুর মোর্শেদ ফিরোজ স্বাগত বক্তব্যে সিওসি’৮৬ বন্ধুদের একতাবদ্ধ হয়ে পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনে কাজ করার বিভিন্ন দিক তুলে ধরেন।

সিওসি’ ৮৬এর সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ রিদুয়ান ও ও অধ্যাপক বিজয় ভৌমিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ খালেদ, ডা. আশরাফুল করিম,অধ্যাপক ডা.মসিহউহজ্জামান আলফা, প্রকৌশলী আযম মাহমুদ,ডা. অসীম কুমার চৌধুরী,ডা. আবু তোহা মোহাম্মদ রিজুয়ানুল হক ভুইয়া, ডা. সাগরচৌধুরী, পুলক দত্ত, কিরণ আজাদ, জয়ন্ত চৌধুরী, আলমগীর আলম, জাহিদ হোসেন, শহীদ নইম, আজমল আহমদ, কিংশুক দাশ চৌধুরী, মাহাবুবুর রহমান পাটোয়ারী বাহার, সাইফুল ইসলাম লেনিন, মাহবুব শিবলী,সোহেল জাহান,মোহাম্মদ শহীদুল্লাহ্‌,ডা. কাজী আবু তারেক,আনোয়ারুল হাসান চৌধুরী, আশফাকুর রহমান বিপ্লব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধগোল্ডেন সিটি লায়ন্স ক্লাবের চক্ষু চিকিৎসা ক্যাম্প