ক্লাব অব চিটাগাং কলেজিয়েট ৮৬’র মাসিক সভা গত বুধবার চট্টগ্রাম ক্লাবের পার্টি হাউজ মিলনায়তনে ক্লাব অব কলেজিয়েটস ৮৬ এর আহ্বায়ক মনজুর মোর্শেদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সিওসি ৮৬–এর পক্ষ থেকে রাজধানীর বঙ্গবাজার ও নিউমার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বন্দর নগরী চট্টগ্রামের সকল মার্কেট ও বিপণী বিতানের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সভায় জেলা প্রশাসক ও ভোক্তা অধিকার অধিদপ্তরের নেতৃত্বে চলমান ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকে সাধুবাদ জানানো হয়। বিশেষ করে শিশু খাদ্যসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে উর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষের দুর্গতিতে হতাশা ব্যক্ত করে অসাধু ব্যবসায়ী দ্বারা সাধারণ জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকার কর্তৃক বাজার মনিটরিং ব্যবস্থাসহ জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন ডা. মসিহউজ্জামান আলফা, আব্দুল আহাদ রাইহান উদ্দিন, প্রকৌশলী শহীদুল আলম, ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, নজরুল ইসলাম, ডা. আশরাফুল করিম, সাইফুল ইসলাম, সৈয়দ মুহম্মদ রিদুয়ান, ডা. আবু তোহা মুহাম্মদ রিজোয়ানুল হক, সাগর চৌধুরী, অধ্যাপক বিজয় ভৌমিক, ক্যাপ্টেন মাহাবুবুর রহমান রূপক, ডা. হাসান মুরাদ, অসীম কুমার চৌধুরী, ক্যাপ্টেন এমরান উল্লাহ হক, প্রকৌশলী মোহাম্মদ আজম, ডা. গৌতম চৌধুরী, ইশা চৌধুরী, সৈয়দ জাবিদ হোসাইন, আশফাকুর রহমান বিপ্লব, আনোয়ারুল হাসান চৌধুরী, শেখ মোহাম্মদ খালেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।