লকডাউন চলাকালীন অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে লালখান বাজারে অবস্থিত নিউরাল একাডেমিতে সিওসি’৮৬র আহ্বায়ক মন্জুর মোর্শেদ ফিরোজের সভাপতিত্বে ১১৬তম মাসিক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কোভিড-১৯ এর সংক্রমণ এবং মৃত্যুর হার আগের তুলনায় কিছুটা কমে যাওয়ায় সিওসি ’৮৬র পক্ষ হতে স্বস্তি প্রকাশ করেন, স্বাস্থ্যবিধি মেনে জনগণকে আর ও সতর্ক থাকার আহ্বান জানান। সভায় যারা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সভায় আগামী ১৩ জুন সরকারের স্কুল খোলার সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয় এবং এই করোনাকালীন সময়ে ছাত্রদের পরিপূর্ণ নিরাপত্তা প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয় এবং অভিভাবকদের প্রতি সন্তানদের স্বাস্থ্যাবিধি সম্বন্ধে সচেতন ও পালন করার দিকে নজর রাখতে বিশেষ অনুরোধ জানানো হয়। সভায় বক্তব্য রাখেন, ডা. অসিম কুমার চৌধুরী, ডা. আশরাফুল করিম, আশফাকুর রহমান বিপ্লব, অধ্যাপক বিজয় ভৌমিক, সৈয়দ মো. রিদুয়ান, মো. আনোয়ারুল আজিম, হুমায়ুন কবির ভূঁইয়া, মো. সাইফুল ইসলাম লেলিন, মো. আমজাদ হোসাইন, ক্যাপ্টন এমরান উল্লা হক প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি।