ক্লাব অব চিটাগাং কলেজিয়েটস ৮৬ এর ১১১তম মাসিক সভা গত ২৬ ডিসেম্বর লালখান বাজারে অনুষ্ঠিত হয়। আহ্বায়ক মনজুর মোর্শেদ ফিরোজের সভাপতিত্বে এতে অভিনেতা আবদুল কাদের ও পারটেঙ গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় কোভিড-১৯ করোনাভাইরাস সংμমণের সম্ভাব্য দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়। সভায় দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যায়নরত ছাত্র/ছাত্রীদের যথাযথ শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবসায়িক মনোভাব পরিহারপূর্বক অতিরিক্ত ফি আদায় বন্ধ করার জন্য জেলা প্রশাসকের নিকট আহ্বান জানানো হয়। বক্তারা দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, খুন, ধর্ষণ এবং ছিনতাইয়ের মত সামাজিক অপরাধ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. অসিম চৌধুরী, ডা. আশরাফুল করিম, অধ্যাপক বিজয় ভৌমিক, ডা. সাগর চৌধুরী, মো. হেলাল উদ্দিন, ডা. রায়হান উদ্দিন, ডা. শৈবাল বড়ুয়া, ডা. আবু তারেখ, মো. সাহেদ, ডা. মো. ঈসা চৌধুরী, মোস্তাফিজুর রহমান মামুন, মাহামুদুর রহমান, সৈয়দ মোহাম্মদ রিদুয়ান, পিনাকী সোম, আনোয়ারুল হাসান চৌধুরী, কিংশুক দাশ চৌধুরী, আলমগীর আলম, সাহিদ নইম, পুলক দত্ত, মো. আনোয়ারুল আজীম, মোহাম্মদ জাহিদ হোসেন, মো. আনোয়ারুল করিম, শেখ ফজলে আজীম, মহসিন উল কাদের, আজমল আহম্মদ, সৈয়দ জাবিদ হোসাইন, শাহ্ মুহাম্মদ ইমরান, হুমায়ূন কবির ভুইয়া, মাহবুবুর রহমান শিবলী, মো. সোহেল জাহান, মোহাম্মদ মাহফুজুল হক, এডভোকেট সীমান্ত তালুকদার, আশফাকুর রহমান বিপ্লব, মোহাম্মদ সাইফুল ইসলাম লেলিন, মোহাম্মদ আজম, মোহাম্মদ খালেদ, মাহবুবুর রহমান বাহার, আসাদ জামান, সিদ্ধার্থ শংকর সাহা, রাফিউল হায়দার চৌধুরী, আবুল কালাম আজাদ (কিরন), কফিল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।