চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের ক্লাব কলেজিয়েট অডিটোরিয়ামে সিওসি’৮৬ ক্লাব অব চট্টগ্রাম কলেজিয়েটস ৮৬ ব্যাচ গত ২৪ অক্টোবর শারদীয় পুনর্মিলনীর উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানসূচিতে ছিল–বন্ধু সমাগম, চা চক্র, সাংস্কৃতিক ও গজল সন্ধ্যা। স্বাগত বক্তব্য দেন, সিওসি’৮৬ এর আহ্বায়ক মনজুর মোর্শেদ ফিরোজ। বক্তারা বলেন, সিওসি’৮৬ একটি পরিবার। সামাজিক দায়বদ্ধতা হিসেবে নিজ বিদ্যালয়সহ স্কুল কলেজ মাদ্রাসায় স্বাধীনতার স্মৃতি ফলক প্রতিষ্ঠা, সুপেয় পানির ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা ও দুস্থ শিশুদের মধ্যে বই–পোশাক, খাদ্য বিতরণ প্রকল্প অন্যতম।
সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ রিদোয়ান ও অধ্যাপক বিজয় ভৌমিকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, ডা. গৌতম চৌধুরী, ডা. সাগর চৌধুরী, ডা. অসীম কুমার চৌধুরী, প্রকৌশলী সিদ্ধার্থ শংকর সরকার, জয়ন্ত চৌধুরী, কিংশুক দাশ চৌধুরী, পুলক দত্ত, পিনাকী সোম, ডা. আবু তোহা, মোহাম্মদ রিজুয়ানুল হক ভুঁইয়া, ডা. মো. হাসান মুরাদ, ডা. মসিহুজ্জামান আলফা, প্রকোশলী মোহাম্মদ আযম, ডা. ঈসা চৌধুরী, ডা. আবু তারেক সুমন, কিরণ আজাদ, শেখ মোহাম্মদ খালেদ, শাহ মোহাম্মদ ইমরান, আলমগীর আলম, জাহিদ হোসেন, শহীদ নইম, আযমল আহমদ, সোহেল জাহান, শেখ ফজলে আজিম, মোহসিন উল কাদের, মাহফুজ আমিন, আসাদ জামান, মোহাম্মদ শহীদ উল্লাহ, আনোয়ারুল করিম টিটু, মোহাম্মদ বোরহানউদ্দিন, আশফাকুর রহমান বিপ্লব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












