সিএসসিআর কার্ডিয়াকের কার্যক্রম শুরু

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে হৃদরোগের মানসম্পন্ন চিকিৎসাসেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে গত শুক্রবার কার্যক্রম শুরু করলো সিএসসিআর কার্ডিয়াক। সিএসসিআর ভবনের নবম তলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করার পূর্বে মহান আল্লাহতালার শুকরিয়া আদায় করে মোনাজাত পরিচালনা করেন সিডিএ মসজিদের খতিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার।

প্রথমদিনে সর্বমোট ৭ জন রোগীর এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করা হয়। ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী, ডা. জামাল আহমেদ, ডা. আনিসুল আউয়াল, ডা. কাজী শামীম আল মামুন এই চিকিৎসাসেবা প্রদান করেন।

ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী জানান, এই সেন্টারের ক্যাথল্যাবটি সর্বাধুনিক এবং চট্টগ্রামে এই মানের এটিই সর্বপ্রথম ক্যাথল্যাব। ডা. আনিসুল আউয়াল জানান, ওঠটঝ এর মাধ্যমে নির্ভুলভাবে রক্তনালীর ব্লকের পরিমাণ বা % নির্ধারণ করা যায়। ফলে অপ্রয়োজনীয় রিং (স্টেন্ট) এর প্রয়োজন হয় না এবং রিং (স্টেন্ট) এর সঠিক সাইজ নির্ধারণ করা যায়। ডা. নূর উদ্দিন তারেক জানান, এই সেন্টারে উন্নত প্রযুক্তির পাশাপাশি দক্ষ বিশেষজ্ঞ ও কারিগরি সাপোর্ট স্টাফদের সমন্বয় ঘটেছে। কোম্পানির ব্যবস্থাপনা অংশীদার ডা. জামাল আহমেদ জানান, সার্বক্ষণিকভাবে এই কেন্দ্রে হৃদরোগের জরুরি চিকিৎসাসহ হৃদরোগের সকল চিকিৎসা প্রদান করার ব্যবস্থা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে নিরাপদ সড়ক দিবস পালিত
পরবর্তী নিবন্ধইনঞ্জিয়ার সিদ্দিক আহমদ