সিএসসিআর ও সিএসসিআর কার্ডিয়াকের ইফতার মাহফিল

| শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:৩৬ পূর্বাহ্ণ

সিএসসিআর এবং সিএসসিআর কার্ডিয়াকে এর যৌথ উদ্যোগে ইফতার ও দু’আ মাহফিল গতকাল শুক্রবার চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুলকুতুর রহমানের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। রমজানের ফজিলত’ শীর্ষক আলোচনা করেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. শামীম বক্স। চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাইফুদ্দিন এম তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালক ডা. একরামুল হক এবং সিএসসিআর কার্ডিয়াকের ব্যবস্থাপনা অংশীদার ডা. মো. ইব্রাহীম চৌধুরী। এ সময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাস্থ্যসেবায় বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের ভূমিকার প্রশংসা করে বলেন মেমন হাসপাতালসহ সিটি কর্পোরেশনের আওতাধীন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের আধুনিকায়নের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে। রেড ক্রিসেন্টের আওতাধীন জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালে মানসম্মত প্রসূতি সেবাসহ অন্যান্য চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধি করারও উদ্যোগ নেয়া হবে। নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ, মেডিকেল শিক্ষকবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এবং সিএসসিআর ও সিএসসিআর কার্ডিয়াক পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ফিরতে দেয়া উচিৎ হবে না
পরবর্তী নিবন্ধআইপিএলে বল হাতেই জবাব দিতে চান সিরাজ