সিএসপির মাসিক কল্যাণ সভা

| শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় এপ্রিলে যথাযথভাবে দায়িত্ব পালন ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৬০ পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। সভায় পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের আবেদনের প্রেক্ষিতে সিএমপির সেবা তহবিল থেকে ৩২ জনকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার হবে : মেয়র
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা