সিএসই বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজ করছে

প্রশিক্ষণ কর্মশালায় হাবিবুর রহমান

| রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-তে গতকাল শনিবার থেকে চট্টগ্রামের প্রধান কার্যালয়ে প্রথমবারের মত দুইদিনব্যাপী কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এমসিএক্স (মালটি কমোডিটি এক্সচেঞ্জ) ইন্ডিয়াএর ভাইস প্রেসিডেন্টে অ্যান্ড হেড অব রিসার্চ, দেবজ্যোতি দে ভার্চুয়ালি প্রশিক্ষণে অংশ নেন। মূল প্রশিক্ষণে কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক রেগুলেটরি, বিজনেস এবং টেকনোলজি বিষয়ক উপস্থাপনা প্রদান করেন কনভেনার, কমোডটি এক্সচেঞ্জ প্রোজেক্ট মো. মরতুজা আলম, কমোডটি এক্সচেঞ্জ প্রোজেক্ট সদস্য মো. ফয়সাল হুদা, ম্যানেজার মোহাম্মাদ হাবিবুল্লাহ ও নাহিদ আফরোজ ।

প্রধান অতিথি বলেন, সিএসই বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজটি করছে এবং এজন্য প্রয়োজনীয় তিনটি অংশের মধ্যে রেগুলেটরি এবং কারিগরি অংশের কাজ শেষের দিকে, তৃতীয় অংশ মার্কেট ডেভেলপমেন্ট, সেটাও চলমান। তারই ধারাবাহিকতায় বেশ কিছু সচেতনতামূলক অনুষ্ঠান এবং প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই প্রেক্ষাপটে আজকের এই সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, কমোডিটি এক্সচেঞ্জ থাকলে পণ্যের সঠিক এবং যৌক্তিক মূল্য পাওয়া যেত, মূল্যের এত উঠানামা হত না। এতে করে ভোক্তা থেকে উৎপাদনকারী সবাই উপকৃত হত।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক আগে থেকেই সুগঠিত ও সুপ্রতিষ্ঠিত কমোডিটি ডেরিভেটিবস এক্সচেঞ্জ রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতি পরিবারে একজনের চাকরির পরিকল্পনা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বাইকের ধাক্কায় আহত গ্যারেজ মিস্ত্রির মৃত্যু