সিএসই’র প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা এজিএম শামসুল কামাল গত ৮ আগস্ট রাত ১২টা ৩৯ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। কামাল ছিলেন দূরদর্শী নেতা যিনি সিএসই’র মজবুত ভিত্তি স্থাপন করেন। তিনি তৎকালীন প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে মিলে দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সিএসই’র সদস্য হতে উৎসাহিত করেন। তাঁদের প্রচেষ্টায় দেশীয় শীর্ষ ব্যবসায়ীরা সদস্যপদ গ্রহণ করে সিএসই’র অগ্রযাত্রায় নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে সিএসই বাংলাদেশের একটি গতিশীল পুঁজিবাজার হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি প্রথম স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালু করেন, সিডিবিএল প্রতিষ্ঠার প্রাথমিক কাজ শুরু করেন এবং সিএসই’র অফিস নিজস্ব ভবনে স্থানান্তর করেন। তিনি সিএসই’র সুষ্ঠু শাসন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করেন। সিএসই পরিবারের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।