চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দুই পরিচালক পদে নির্বাচন আজ। এবারের নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংস্থার ১৪৫ জন সদস্য অনলাইনে ভোট প্রদানের মাধ্যমে দুইজন পরিচালক নির্বাচিত করবেন।
এবারের নির্বাচনে পরিচালক পদে লড়ছেন আলফা সিকিউরিটিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী, টেন স্টারস প্রাইভেট লি. এর পরিচালক ফারহানা আকতার, আইল্যান্ড সিকিউরিটিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ, ডি.এন সিকিউরিটিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী এবং সিলেটের এস আর ক্যাপিটাল লি এর ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান।
সিএসই সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত দুটি শূন্য পদে ভোটগ্রহণ চলবে। এরপরই হবে বার্ষিক সাধারণ সভা। সবকিছু হবে অনলাইনে। অনলাইনে ভোট নেয়ার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাকারীরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে আরো বেশি গতিশীল করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।












