সিএসইতে ৯৮.৯২ কোটি শেয়ার হাতবদল

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ৩৩.৮২ কোটি টাকা। মোট ৯,৯৯২ টি লেনদেনের মাধ্যমে মোট ৯৮.৯২ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫,৭১১.২৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৯৭.৩০-তে।
এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ০.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪.৪০-তে। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৫,৪০৮.৫২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮২,৩৪৭.৪৪ কোটি টাকায়। সিএসইতে ৩৪৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪২টির।
এর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ৯৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

পূর্ববর্তী নিবন্ধটয়োটার বৈদ্যুতিক গাড়ি আসছে আগামী বছর
পরবর্তী নিবন্ধপ্রথম জয়ের দেখা পেলো হায়দরাবাদ