চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেনের পরিমাণ ৩৬.৯৩ কোটি টাকা। মোট ৯,৫৭০ টি লেনদেনের মাধ্যমে মোট ৯৬.২৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫,৭২৩.৬০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ০.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৯৬.৯৩ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ২.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯২.০৬ তে। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৪,৭৪৭.৩১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮২,৩৪৭.৪৪ কোটি টাকায়। সিএসই’তে ৩৪৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০২ টির, কমেছে ৯৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৫১ টির। খবর প্রেস বিজ্ঞপ্তি।