সিএসইতে ৮৯.৬১ লাখ শেয়ার হাতবদল

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার ২২.৫০ কোটি টাকা লেনদেন হয়েছে। মোট ৫,২৫৮টি লেনদেনের মাধ্যমে মোট ৮৯.৬১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৫০৩.০৮ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ১.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৯.০০তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭১.৪৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১২.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৬৬৮.২৫ পয়েন্টে। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫১,৫৩৫.৭৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১১,৮৭৫.০২ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২০টির। এর মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ১১৪টির।

পূর্ববর্তী নিবন্ধসাকিবের হাতে আইসিসির পুরস্কার
পরবর্তী নিবন্ধপোল্যান্ডে এতিমখানায় ছুরি হামলা, কিশোরী নিহত