চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেনের পরিমাণ ২৮.২৩ কোটি টাকা। মোট ৭,৪৮৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৬৫.৬০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৩.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫,৪৭৮.৪৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৮০.৩৩ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৩.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪.৫৮ তে ।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯২,৪৬৫.৮১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮১,৮৯৯.৭৭ কোটি টাকায়।
সিএসই’তে ৩৪৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৮ টির, কমেছে ৬২ টির আর অপরিবর্তিত রয়েছে ৬২ টির। প্রেস বিজ্ঞপ্তি।