চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ছিল ৭৬.৫২ কোটি টাকা। মোট ২৭,৫০৯টি লেনদেনের মাধ্যমে মোট ২.৯৯ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮৪.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭,৫১৫.৫৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২.০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৮০.৮৯-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৮.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৬৭.২৩-তে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৪,৬৬১.০৯ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৩,১৮৬.৪১ কোটি টাকায়। সিএসইতে ৩৪৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৯টির। এর মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ৯৬টির। অপরিবর্তিত রয়েছে ৩১টির। প্রেস বিজ্ঞপ্তি।