চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ৫৩.০৮ কোটি টাকা। মোট ২৬,২৭৩টি লেনদেনের মাধ্যমে মোট ২.৭৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮.৩০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮,২০১.৯৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩১৮.১৯-তে।
এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৭.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৩০.৯৫-তে। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৫,০৩৪.৫৬ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৩,৫২২.৩৪ কোটি টাকায়। সিএসইতে ৩৪৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩১৫টির। এর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।