সিএসইতে ২.৫৮ কোটি শেয়ার হাতবদল

আজাদী ডেস্ক | বুধবার , ১৯ মে, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেনের পরিমাণ ৬০.৭৪ কোটি টাকা। মোট ১৮,৩৬৯ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৫৮ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৮.৪২ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬,৮৯৪.১৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৫.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬৯.০৭ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ২.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৪০.২৩ তে। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪২০,৮৭৬.৭৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮২,৭৫০.৬৭ কোটি টাকায়। সিএসইতে ৩৪৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৯ টির, কমেছে ১৬৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাত্র ২০ ঘণ্টায় মিলিয়ন ক্লাবে তারা!
পরবর্তী নিবন্ধএক সপ্তাহেই সবার জন্য অ্যান্ড্রয়েডে আসছে ক্লাবহাউস