সিএসইতে ২৩.০১ লাখ শেয়ার হাতবদল

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৫ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১০.৫৮ কোটি টাকা। মোট ৬,৮০২টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.০১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৪.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩১৫.৪১ পয়েন্টে।

সিএসই-৫০ মূল্যসূচক ১.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২১.৬৫-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫৬.৮২ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৮২.১৯ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৭,৭০৭.২৯ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১২,৫২৫.৫০ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৩টির। এর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৩৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৯৭টির।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দলে কোচ জুলিয়ান উড
পরবর্তী নিবন্ধমুক্তি পেলেন ইরানি অভিনেত্রী তারানেহ আলিদোস্তি