চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেনের ৪৪.১৪ কোটি টাকা। মোট ১৯,১০০ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৯১ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯০.২১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮,৫৬৯.৭৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৮.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৫.০৩ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৯.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৫৯.৪২ তে। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৭,৮৪০.৪২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৩,৭৪৩.৭৫ কোটি টাকায়। সিএসইতে ৩৫০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩১৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩৮ টির, কমেছে ১৪৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির। প্রেস বিজ্ঞপ্তি।