চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেনের পরিমাণ ১৬.০৩ কোটি টাকা। মোট ৪,৯২২ টি লেনদেনের মাধ্যমে মোট ৬৭.৫৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৪.৫৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩,৮৬৩.৮৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৮.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০১০.৬১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৭.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯০৩.২৬ তে। আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩২১,৬২২.৭২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৫,১৮৯.৫৮ কোটি টাকায়। সিএসই’তে ৩৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৭ টির, কমেছে ১৪৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। প্রেস বিজ্ঞপ্তি।