চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৯.৯৯ কোটি টাকা। ১,৫৭৮ টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.৮৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৮.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫২১.২৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৫৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৮.৬১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৯৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪২.১৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৬৪.১৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৭,৬৩২.২৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬২,৪৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৩ টির, দাম কমেছে ১১৯টির আর অপরিবর্তিত রয়েছে ২১ টির।