চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৯.৯১ কোটি টাকা। মোট ৯৭১টি লেনদেনের মাধ্যমে মোট ২৭.৮০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৩.৪৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৮৫১.০৬ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ৩.৩১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৪.৮৮। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.৯৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৪.৮০ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৬২৭.১৫ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯২,৯৬১.৭৪ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৭,১৮৫.৭৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, দাম কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টির।







