সিএসইতে লেনদেন ৯.৮৫ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৯.৮৫ কোটি টাকা। ১,৬৩০ টি লেনদেনের মাধ্যমে মোট ১৪.৩৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২.৭০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৫৯৯.৮৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৮৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৯.২৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৭৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৭১.১৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৯.৫৯ পয়েন্ট কমেছে, যা হলো ২,৫৮৪.৭৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৭৮,৫১০.৩০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,৬৫৩.৫২ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১২৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৪ টির, কমেছে ৩৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯ টির।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার টানেল উৎসবে কনসার্ট
পরবর্তী নিবন্ধভারতে বিধায়ককে ভেতরে রেখে বাড়িতে আগুন দিলো বিক্ষোভকারীরা