সিএসইতে লেনদেন ৯.৮৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৯.৮৪ কোটি টাকা। ২,৫৪৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৭৯.৫৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩.১৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫৭৬.৪০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৮৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০৫.৫৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.০৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৯.৯৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ০.৮৫ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৯৪.৭৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৬৬,২০০.৬১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৫২৫.৫৮ কোটি টাকা । সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫০ টির, কমেছে ৪৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৭৮ টির।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের গালিবের ডবল ক্রাউন অর্জন
পরবর্তী নিবন্ধরিং নেবুলার চোখ ধাঁধানো ছবি দেখাল জেমস ওয়েব