সিএসইতে লেনদেন ৯.৮২ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৯.৮২ কোটি টাকা। মোট ২,০৪৮টি লেনদেনের মাধ্যমে মোট ২৭.৭৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩.০৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫৩০.৩৫ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ২.৩৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১১.৭২। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেঙের মূল্যসূচক ০.৬৩ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪৭.৯৬ পয়েন্ট। সিএসই এসমেঙ ইনডেঙের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৮০.০৯ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৪,৭৭৭.০৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,৯৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, দাম কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নিজ অর্থায়নে সড়কের সংস্কার কাজ
পরবর্তী নিবন্ধবায়েজিদে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার