সিএসইতে লেনদেন ৯.৮০ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৯.৮০ কোটি টাকা। মোট ৯০৩টি লেনদেনের মাধ্যমে মোট ১৩.০৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২০.৮৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৬১৭.৯৭ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৪.৩৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৫৭.৫৪। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৫.৯২ পয়েন্ট কমেছে, যা হলো ৮৬০.০৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১৩.৩৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,৭৪০.২৪ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৭,২৯৩.০২ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৬৭৩.৯০ কোটি টাকা। সিএসইতে ৬৩৭ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৫টির। এর মধ্যে দাম বেড়েছে ৩২টির, দাম কমেছে ১২০টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টির।

পূর্ববর্তী নিবন্ধফেইমের ‘দগ্ধা’ ও ‘বাল্মীকি প্রতিভা’
পরবর্তী নিবন্ধআদিবাসী বিক্ষোভকারীদের কপ৩০ ভেন্যুতে ঢুকতে বাধা, সংঘর্ষ