চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৯.৬৯ কোটি টাকা। ৭,৭৭৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.৬৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৯.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৬২০.৬৫ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১০.৬০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬৮.৭০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৩৭.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৭২৩.৩৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৬,২৪৮.৫৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধণের পরিমাণ দাঁড়ায় ৪১৬,৪৫৯.৬৪ কোটি টাকায়। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৩ টির, কমেছে ৮০ টির আর অপরিবর্তিত রয়েছে ৭১ টির।