সিএসইতে লেনদেন ৯.৬৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল ৯.৬৭ কোটি টাকা লেনদেন হয়েছে। মোট ৩,০৯৬টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৬৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৪৫১.৯৬ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৫.৪৯তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৬০.৩১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৮.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৭০৯.৭৭ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫০,৩৫২.২২ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১১,৬৪৬.৫৩ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬০টির। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৪৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৭২টির।

পূর্ববর্তী নিবন্ধসব কন্ডিশনেই উন্নতি করতে চান হাথুরুসিংহে
পরবর্তী নিবন্ধভারতে তৈরি আরেকটি কফ সিরাপ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা