চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৯.৩৯ কোটি টাকা। ৪,৮৮৯ টি লেনদেনের মাধ্যমে মোট ২৭.০৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৯.০৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৭৩৮.৫৬ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.২১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৭.৬১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৩৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৮৬.৯৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৬১.২৪ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ২,৭৪৩.২৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৮২,০০৬.৫৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,১৯৭.৬২ কোটি টাকা। সিএসইতে ৬৩৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৫ টির, কমেছে ৪৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৫ টির।