চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৯.৩০ কোটি টাকা। ১,৫৩০ টি লেনদেনের মাধ্যমে মোট ১৭.০৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৩.৭৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৩৫.৪৫ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৪.৭৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৬.৯০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৫৬ পয়েন্ট কমেছে, যা হলো ৯২৯.০৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৩.১৪ পয়েন্ট কমেছে, যা হলো ২,০১৪.২৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৪,৮১৩.০৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৪,৬৯৮.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৮ টির, দাম কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।