চট্টগ্রাম স্টক এঙচেঞ্জে রোববার লেনদেন হয় ৯.২৭ কোটি টাকা। ৮৬৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৯.৮৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩.৭০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,২৪৭.২৬ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৮১ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৯.৩৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ–এর মূল্যসূচক ২.৭০ পয়েন্ট কমেছে, যা হলো ৮,৬৭.১১ পয়েন্টে। সিএসই এসমেঙ ইনডেঙ এর মূল্যসূচক ১১.৭২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৮৪৫.৯৩। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৫,৬৭১.৬২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,৩৪৪.৫২ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৬ টির, দাম কমেছে ৭১টি আর অপরিবর্তিত রয়েছে ১৭টির।







