সিএসইতে লেনদেন ৮.৪৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৮.৪৭ কোটি টাকা। ২,০৩৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৪০.৮৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭.৯৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫৫৯.৪৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৯৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৯.১৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.৩৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪১.২১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৬৪.১৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৮,৬৬৩.০২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬২,৪৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮০ টির, দাম কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৯ টির।

পূর্ববর্তী নিবন্ধচার দশক পর আবিদার কণ্ঠে সেই গান, সহশিল্পী কে জানেন?
পরবর্তী নিবন্ধইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইসরায়েলের