সিএসইতে লেনদেন ৮.৪৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোবাবার লেনদেন হয়েছে ৮.৪৩ কোটি টাকা। ৩,৮৭২ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৬.০০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৩.৬৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৬,৬২৩.৯১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৫৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২২২.৯১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৫২.৪৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ০.৮০ পয়েন্ট কমেছে, যা হলো ২,৬৭১.০০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭২৮,৭১২.৩২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৫,৫২৯.৩৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২১ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪০ টির, দাম কমেছে ৬৫ টির আর অপরিবর্তিত রয়েছে ১৬ টির।

পূর্ববর্তী নিবন্ধ‘তুফান’ বইবে ওটিটির দুই প্ল্যাটফর্মে
পরবর্তী নিবন্ধরাশিয়ার ওপর বিশাল ড্রোন হামলা ব্যর্থ করার দাবি মস্কোর