চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৮.১৮ কোটি টাকা। ১,৭৯৯টি লেনদেনের মাধ্যমে মোট ১৩.৮৪ লক্ষ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৫.৩৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০২৪.৯৪ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৭.৭৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৫০.১৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ–এর মূল্যসূচক ০.০৪ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫৭.২৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮৭৬.৮৩৭৪ পয়েন্ট। দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭১৮,৯৩৬.৬৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,১১২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০২টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, দাম কমেছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ২১টির।