চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পিএলসি–এ আজ লেনদেন হয়েছে ৮.১৫ কোটি টাকা। ২,৫৯৫ টি লেনদেনের মাধ্যমে মোট ১৫.৭৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৮.৭০ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫৯৫.৪৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৬৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০৫.৫৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ–এর মূল্যসূচক ২.৩৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৮.৭৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৭৯.০৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৭২,২২০.০৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩১,৩৭৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩ টির, কমেছে ৮০ টির আর অপরিবর্তিত রয়েছে ৫০ টির।