সিএসইতে লেনদেন ৮.০০ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৮.০০ কোটি টাকা। ৮,৩৬৮ টি লেনদেনের মাধ্যমে মোট ২২.৬৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩০.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৪৩৫.৬১ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ৩.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১১.৬২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৫.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬৩.৫৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল ১,৬৩০.৭১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫০,০৭২.৮২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১১,৮৪২.৩১ কোটি টাকায়। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৬ টির, কমেছে ৭১ টির আর অপরিবর্তিত রয়েছে ৮১ টির ।

পূর্ববর্তী নিবন্ধদেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রামের সাংবাদিকদের ভূমিকা অপরিসীম
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডের নির্বাচনে বিরোধীদের কাছে পরাস্ত সামরিক দলগুলো