সিএসইতে লেনদেন ৮৩.৩৯ কোটি টাকা

| শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেনের পরিমাণ ৮৩.৩৯ কোটি টাকা। ১২,৯৯৯ টি লেনদেনের মাধ্যমে মোট ১.০৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯৫.০৫ পয়েন্ট কমে দাড়ায় ১৫,৮৮৩.৯৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১.৯৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ১২১৮.৩২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ১২.৮৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ৯৮৬.৫১ তে।
দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৩৯৬,৮৪৬.৪৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮০,৫৯৯.৯৬ কোটি টাকায়। সিএসই’তে ৩৪০ স্ক্রিপ্ট এর মধ্যে লেনদেন হয়েছে ২৪২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৬ টির, কমেছে ১৫৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৫১ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআউটসোর্সিংয়ের আয় মোবাইলেও আনার সুযোগ
পরবর্তী নিবন্ধএইচপি দলের কোচ হচ্ছেন চম্পকা রামানায়েকে