সিএসইতে লেনদেন ৭.৯৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৭.৯৫ কোটি টাকা। ৩,২৭৪টি লেনদেনের মাধ্যমে মোট ১৭.১৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৪৬৬.৮৯ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৫.৯৫ তে।

এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৬১.৯৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল তা হলো ১,৭০৯.৭৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫০,৫৫১.৯১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১১,৭৩৬.৬৫ কোটি টাকায়। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৭টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৪৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরালো ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধবিশপদের বৈঠকে নারীদের প্রথম ভোটাধিকার দিলেন পোপ