সিএসইতে লেনদেন ৭.৭৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৭.৭৯ কোটি টাকা। ৭৫৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৮.৩২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০.৩৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৮৫৭.০৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৭৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭০.৬৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৫৮ পয়েন্ট কমেছে, যা হলো ৮৫২.৭০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ২১.২৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৮৪১.২৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৮,৯৩৮.৯০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৯৩৯.০৩ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৩ টির, দাম কমেছে ৮৩টি আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

পূর্ববর্তী নিবন্ধবর্ণনাত্মক রীতির মূকাভিনয়ে মঞ্চস্থ হল পাঁচালি নাটক ‘প্রাচ্য’
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রকে নির্লজ্জ বলে নিন্দা উত্তর কোরিয়ার