সিএসইতে লেনদেন ৭.৫৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৭.৫৪ কোটি টাকা। মোট ২,১২০টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.২০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৭.০৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৮২.২৫ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ১.২০ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৫.৫৪। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.১৪ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪০.৮৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ২০.৯৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১২৯.০০ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০০,৯৮৬.১৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৯,৯৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, দাম কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন হতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধরাশিয়াকে কুর্স্ক ছাড়তে রাজি ইউক্রেন, শর্ত দিয়ে বললেন জেলেনস্কি