সিএসইতে লেনদেন ৭.৩৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ৭.৩৮ কোটি টাকা। ১,১৫৫টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৯৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ০.৭০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৬৪২.১৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৫৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৫৫.৫০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.৬২ পয়েন্ট কমেছে, যা হলো ৮৬১.৬৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ৩.৯২ পয়েন্ট বেড়েছে , যা হলো ১,৫৩৩.২১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৬,৮৩২.৬৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৬৭৩.৯০ কোটি টাকা। সিএসইতে ৬৩৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৭টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৭টির, দাম কমেছে ৬৫টি আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

পূর্ববর্তী নিবন্ধআজ গণায়নের জুলিয়াস সিজার
পরবর্তী নিবন্ধফিলিপাইনে চীনা গুপ্তচর মেয়রের যাবজ্জীবন জেল