সিএসইতে লেনদেন ৭.২৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পিএলসিতে আজ লেনদেন হয়েছে ৭.২৫ কোটি টাকা। মোট ২,০৫১ টি লেনদেনের মাধ্যমে মোট ৩২.২৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭.৬১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৮২৯.৮২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৫০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৯.২৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৫০ পয়েন্ট কমেছে, যা হলো ৮৮০.১৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক আজ ১৯.৬৪ পয়েন্ট বেড়েছে , যা হলো ১৯৮৫.৯৬ পয়েন্ট । আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৫,১৩৬.৬৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৭৪৮.৭৮ কোটি টাকা। সিএসই’তে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ২৩৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৯ টির, দাম কমেছে ১১৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির ।

পূর্ববর্তী নিবন্ধবরখাস্তের পর রুশ পরিবহন মন্ত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধহোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ নেতানিয়াহুর