চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৭.২৩ কোটি টাকা। ২,১২৯ টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.৭৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫.৬৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫১৫.৯৫ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.০৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০৪.৮৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৩৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৭০.২৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১৬.৩৮ পয়েন্ট কমেছে, যা হলো ২,৫৩৫.৩৫ পয়েন্ট। দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৭০,৩১০.৩৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৯,৮৪৯.৪৩ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৬ টির, কমেছে ৪২ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪ টির।