সিএসইতে লেনদেন ৭.১৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৭.১৩ কোটি টাকা। ২,০৩৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২৮.২৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০০.১৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৩৭০.৭৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৭.৯১ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৮.৮৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৮.৫১ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩৪.৯১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৯৫.৬০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০৬,৫৭৬.৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭২,৪২৬.৯৭ কোটি টাকা। সিএসইতে ৬৪২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৪ টির, দাম কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ২২ টির।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেত্রী গুলশান আরা মারা গেছেন
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যের জাদুঘরে মানুষের চামড়ায় বাঁধানো বইয়ের সন্ধান